Bargabhima Temple: একান্ন সতীপীঠের অন্যতম! সতীর বাম পায়ের গোড়ালি পড়েছিল এখানে, দীপান্বিতা অমাবস্যায় বর্গভীমা মন্দিরে বিশেষ পুজোপাঠ
Bargabhima Temple: তমলুক শহরে দেবী বর্গভীমা মায়ের মন্দির রয়েছে। পুরাণে বর্ণিত এই মন্দির একান্ন সতী পীঠের একপীঠ। মা এখানে ভীমাকালী রূপে পূজিতা হন। দীপান্বিতা অমাবস্যায় ভোরে মাকে স্নান করিয়ে রাজরাজেশ্বরী রূপে সাজিয়ে তোলার পর শুরু হয় বিশেষ পুজোপাঠ। দেবী বর্গভীমা তমলুক, পূর্ব মেদিনীপুর, সৈকত শী: দীপান্বিতা অমাবস্যা তিথিতে শ্যামাকালীর পুজো হয়। এই কালীপুজোর দিন বিশেষ পুজোপাঠ হয় দেবী বর্গভীমা মন্দিরে। পূর্ব মেদিনীপুর জেলার অধিষ্ঠাত্রী দেবী বর্গভীমা মায়ের মন্দির। প্রাচীন তাম্রলিপ্ত অধুনা তমলুক শহরে দেবী বর্গভীমা মায়ের মন্দির রয়েছে। পুরাণে…

