ভাল ছিল ফোকলা হাসিই! মুখে বাঁধানো দাঁত বসিয়ে বেঘোরে প্রাণ গেল বৃদ্ধার
নয়াদিল্লি: বয়স যত বাড়ে, তত বেশি ব্যক্তি এবং বস্তুনির্ভর হয়ে পড়ি আমরা। দৈনন্দিন কাজকর্ম থেকে হাঁটাচলা নিয়েও সমস্যায় পড়তে হয়। এমনকি খাবার চিবোতেও প্রয়োজন পড়ে বাঁধানো দাঁতের। সেই বাঁধানো দাঁত মৃত্যু ডেকে আনতে পারে বলে কখনও মনে হয়নি কখনও। কিন্তু বাঁধানো দাঁতই মৃত্যু ডেকে আনল এক বৃদ্ধার। (Dentures Choke Woman to Death) তাইল্যান্ড থেকে এই ঘটনা সামনে এসেছে। সেখানকার নান প্রদেশে বেঘোরে প্রাণ হারিয়েছেন ৬৭ বছর বয়সি এক মহিলা। স্থানীয় বাজারে একটি স্টল চালাতেন তিনি। সেখানে হঠাৎই অজ্ঞান হয়ে…