Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
Snake Rescue: বাড়ি থেকে উদ্ধার সাপ! নজিরবিহীন প্রতিক্রিয়া গৃহস্থের, তাজ্জব বনে গেলেন সকলে
Snake Rescue: বাড়ি থেকে উদ্ধার সাপ! নজিরবিহীন প্রতিক্রিয়া গৃহস্থের, তাজ্জব বনে গেলেন সকলে

বাড়ির লোকেরা জানান সাপটিকে তাঁদের বাড়ির আশেপাশের কোন জঙ্গলে ছাড়তে। সাপটি এলাকার সাপ। তাই তাঁকে দূরে কোথাও না ছাড়তে। কোচবিহার: সাধারণভাবে সাপ দেখলেই ভয়ে আঁতকে ওঠেন বেশিরভাগ মানুষ। প্রতিদিন বহু বাড়িতে সাপের প্রবেশ ঘটে। তাইতো সর্প উদ্ধারকারীদের প্রতিনিয়ত বহু জায়গা থেকে সাপ উদ্ধার করতে হয়। জেলা কোচবিহারে ও প্রতিদিন সর্ব উদ্ধারকারীরা বহু ধরনের সাপ উদ্ধার করে থাকেন। তবে এবার এক বিরল ঘটনার সাক্ষী থাকলেন সর্প উদ্ধারকারীরা। কোচবিহারের খাপাইডাঙা এলাকার এক বাড়ি থেকে সর্প উদ্ধারকারীদের কাছে ফোন আসে। এটি দাঁড়াস…

Read More