মুখে বাঁদরের মুখোশ, তুফানের পর এবার তাণ্ডব করতে আসছেন শাকিব! সঙ্গী কে?
শাকিব খান অভিনীত তুফান গত বছর রীতিমত ঝড় তুলেছিল বক্স অফিসে। বাংলাদেশের আলফা আই এন্টারটেইনমেন্ট এবং ভারতের SVF এর প্রযোজনায় নির্মিত সেই ছবিতে ছিলেন মিমি চক্রবর্তীও। বক্স অফিসে দারুণ সাফল্য পায় ছবিটি। এবার তুফানের পর তাণ্ডব করতে আসছেন শাকিব। সঙ্গে থাকছেন কে? তাণ্ডব ছবির ঝলক এদিন তাণ্ডব ছবির ঝলক প্রকাশ্যে এল। আর ঝলকেই স্পষ্ট যে এটি একটি দুর্ধর্ষ অ্যাকশন ছবি হতে চলেছে। ১ মিনিট ৪১ সেকেন্ডের ঝলকে দেখা গেল শহর জুড়ে থমথমে পরিবেশ। আর এক দল মানুষ মুখে…


