জেনে নিন এই দুই নারী সম্পর্কে যারা চীনকে চ্যালেঞ্জ করেছেন, যারা একসঙ্গে জিনপিংয়ের ঘুম উড়িয়ে দিয়েছেন
প্রভাসাক্ষী চীন হুমকিতে হুমকি অব্যাহত রেখেছে। কিন্তু এসবকে পাত্তা না দিয়ে আমেরিকা ও তাইওয়ানের বন্ধুত্বের নতুন স্ক্রিপ্ট লেখা হতে থাকে। খুন্নাসে এসে ড্রাগনটি ছয়টি স্থানে সামরিক মহড়াও চালায়। কিন্তু খুব একটা প্রভাব ফেলেনি বলে মনে হয়। আমেরিকার সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করতে উদ্যত ড্রাগন পরাশক্তির খেতাব পেতে আকুল। যাইহোক, চীন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনৈতিক শক্তি। সেনাবাহিনী, আধুনিক অস্ত্র বা মহাকাশ খাতই হোক না কেন, জিনপিংয়ের দেশ দিন দিন সর্বত্র তার উপস্থিতি জোরদার করছে। কিন্তু অজগরকে চঞ্চল করে তুলেছেন বিশ্বের দুই নারী।…