অকালে ঝরে গেল লিলি! স্বেচ্ছামৃত্যু তেইশের তন্বীর, চমকে দেওয়া এক কারণ
অকালে ঝরে গেল লিলি, তবে স্বেচ্ছায়। দক্ষিণ অস্ট্রেলিয়ার লিলি নিজের শেষ করল তাঁর যন্ত্রনাময় জীবন। মাত্র ১৭ বছর বয়সে রোগ দানা বেঁধেছিল তাঁর শরীরে। তারপর থেকে শরীর জুড়ে সাঙ্ঘাতিক যন্ত্রণায় এক মুহূর্তের বিরাম নেই। শেষ কয়েক বছর হাসপাতালে শয্যাশায়ী হয়েই জীবন কাটিয়েছিলেন তিনি। হাঁটাচলা ক্ষমতা ছিল না তাঁর। খাওয়াদাওয়া করতে পারতেন না সঠিক ভাবে। তাই সব যন্ত্রনা থেকে মুক্তির পথ হিসেবে বেছে নিলেন মৃত্যুকেই। ১৭ বছর বয়সে ইলার্স ড্যানলোস সিনড্রোম (ইডিএস) উপসর্গ ধরা পড়েছিল তাঁর শরীরে। হাঁটাচলা ক্ষমতা হারিয়ে…