Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
চরম আর্থিক-অনটন! অদম্য মনের জোরে IIT-তে পড়ার সুযোগ দিনমজুরের ছেলের
চরম আর্থিক-অনটন! অদম্য মনের জোরে IIT-তে পড়ার সুযোগ দিনমজুরের ছেলের

পশ্চিম মেদিনীপুর: অভাবের সংসারে তিন ছেলে। তিনজনই বরাবর মেধাবী। বাবা পোল্ট্রি ফার্মে কাজ করেন। দিন আনা দিন খাওয়া পরিবারে, কখনও কখনও মাকেও যেতে হয়েছে কাজে। চোখের সামনে দেখেছে বাবা মায়ের কষ্ট, নিরন্তর পড়াশোনা করে প্রথম চান্সেই আইআইটি-তে পড়ার সুযোগ মিলেছে পশ্চিম মেদিনীপুরের এক কৃতি ছাত্রের। উচ্চ-মাধ্যমিকের পর সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা দিয়ে আইআইটি ভুবনেশ্বরে পড়ার সুযোগ মিলেছে অভাবী সংসারের এই ছেলের। তার এই সাফল্যে খুশির হাওয়া পরিবারে। খুশি বিদ্যালয়ের শিক্ষকেরা। ছোট থেকেই বরাবর মেধাবী এই ছাত্র। স্কুল জীবনে অষ্টম…

Read More