‘জামাইবাবু’ দিব্যজ্যোতির সঙ্গে প্রেমের গুঞ্জন! বউ সাজে অনুরাগের ছোঁয়ার উর্মি
অনস্ক্রিন জামাইবাবুর সঙ্গে প্রেম করছেন অনুরাগের ছোঁয়ার উর্মি, আপাতত টলিপাড়ায় চলছে এমনি খবর। সূর্য আর উর্মির অফস্ক্রিন রসায়ন আলোচ্য বিষয় হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়াতে। এরই মাঝে মঙ্গলবার হঠাৎ করেই কনে সাজে সামনে এলেন উর্মি ওরফে সৌমিলি চক্রবর্তী। বউবেশে লাগছিল বেশ। পরে আছেন লাল রঙের বেনারসি। সঙ্গে নীল রঙের ব্লাউজ, মাথায় সোনালি রঙের ওড়না। খোঁপায় গুঁজে রেখেছেন সাদা রঙের গোলাপ। গলা হাত ভরে আছে সোনার গয়নায়। ব্রাইডাল ফোটোশ্যুট করিয়েছেন দীপার অনস্ক্রিন বোন। উর্মিকে বউবেশে সাজিয়েছেন দীপঙ্কর রায়। যিনি অনুরাগের ছোঁয়ার…