Dharmendra Last Seen Movie: হিন্দি সিনেমার ধারা বদলে দিয়েছিলেন তিনি, সেই ধর্মেন্দ্রর শেষ দেখা ছবি কোনটা, জানালেন আমির খান
যে ধর্মেন্দ্র বদলে দিয়েছিলেন হিন্দি সিনেমার খোলনলচে,যাঁর সংলাপে সৃষ্টি হয়েছিল সিনেমার এক নতুন জঁর, সেই ধর্মেন্দ্রে দেখা শেষ সিনেমা কোনটা জানেন? মুম্বই: ২৪ নভেম্বর ছিল সেই অভিশপ্ত দিন। সবাইকে কাঁদিয়ে চলে গেলেন বলিউডের ‘হি-ম্যান’ ধর্মেন্দ্র। কিন্তু তামাম দেশবাসীর ‘পল পল দিল কে পাস’ তিনি ছিলেন, আছেন, থাকবেন। তাঁর স্মৃতিচারণেই মগ্ন বলিউড! যে ধর্মেন্দ্র বদলে দিয়েছিলেন হিন্দি সিনেমার খোলনলচে,যাঁর সংলাপে সৃষ্টি হয়েছিল সিনেমার এক নতুন জঁর, সেই ধর্মেন্দ্রে দেখা শেষ সিনেমা কোনটা জানেন? সম্প্রতি, ভারতের ৫৬তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেই…

