সৌন্দর্যে মায়ের চেয়ে চার ধাপ এগিয়ে মমতাজের মেয়ে নাতাশা, বিয়ে করেছেন ফারদিন খান, ছবি দেখলেই বলবেন- ওমজি পরী!
মমতাজের মেয়ে নাতাশা সুন্দরী নতুন দিল্লি : মমতাজের নাম তার সময়ের বিখ্যাত অভিনেত্রীদের মধ্যে রয়েছে। মমতাজ সেই যুগের সবচেয়ে গ্ল্যামারাস এবং ফিট অভিনেত্রী ছিলেন। মমতাজ ৭০ ও আশির দশকে সব বড় বড় তারকার সঙ্গে কাজ করেছেন। বর্তমানে চলচ্চিত্র থেকে দূরে থাকলেও তার সৌন্দর্য নিয়ে আজও আলোচিত এই অভিনেত্রী। মুমতাজ ১৯৭৪ সালে ময়ুর ওয়াধওয়ানিকে বিয়ে করেন। মুমতাজের দুই মেয়ে আছে, যাদের নাম নাতাশা মাধওয়ানি এবং তানিয়া মাধওয়ানি। বলিউড অভিনেতা ফারদিন খানকে বিয়ে করেছেন মুমতাজের মেয়ে নাতাশা। মমতাজের মেয়ে নাতাশা সৌন্দর্যে…