নিউইয়র্কে সন্ত্রাসবাদী হামলার ছক, কানাডায় গ্রেফতার পাকিস্তানি যুবক
নিউইয়র্ক: আমেরিকার নিউইয়র্ক শহরে (New York) সন্ত্রাসবাদী হামলার ছক কষার পাশাপাশি ISIS-কে বিভিন্ন জিনিস দিয়ে সাহায্য করার অভিযোগে কানাডায় বসবাসকারী এক পাকিস্তানি নাগরিককে (Pakistani national) গ্রেফতার করা হয়েছে বলে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে আমেরিকার বিচার মন্ত্রকের তরফে। এপ্রসঙ্গে অ্যাটর্নি জেনারেল মেরিক বি গারল্যান্ড ওই বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, ধৃত ২০ বছরের ওই যুবকের নাম মহম্মদ শাহজেব খান। অক্টোবরের সাত তারিখ নিউইয়র্ক শহরে একটি সন্ত্রাসবাদী হামলার ছক কষেছিল সে। তার উদ্দেশ্য ছিল আইএসআইএসের নামে যত জন সম্ভব ইহুদি সম্প্রদায়ের মানুষকে হত্যা…