ভূতন পিসির রান্নাঘর! নাম শুনেছেন? বাংলাজুড়ে পরিচিতি এখন, কারণ শুনলে মুগ্ধ হবেন
বীরভূম: বীরভূমের মধ্যে অবস্থিত সাধক বামাক্ষ্যাপার অন্যতম সিদ্ধপীঠ তারাপীঠ। প্রত্যেকদিন মা তারার দর্শনের জন্য হাজার হাজার দর্শনার্থীরা ভিড় করেন তারাপীঠ মন্দির চত্বরে। বীরভূমের রামপুরহাট স্টেশনে নেমে মাত্র ৯ কিলোমিটার দূরে অবস্থিত তারাপীঠ মন্দির। তারাপীঠে যে শুধুমাত্র তারা মায়ের দর্শন হয় সেটা নয়। এছাড়াও রয়েছে বীরচন্দ্রপুর এবং সাধক বামাক্ষ্যাপার জন্ম ভিটে আটলা গ্রাম। যেহেতু জনপ্রিয় তীর্থস্থান তারাপীঠ প্রত্যেকদিন হাজার হাজার ভক্তের সমাগম ঘটে। সেই কারণে অনেক ভক্ত মনে করেন যে, তারাপীঠ আসলে একদিকে যখন হোটেল ভাড়ার খরচা তেমনই রয়েছে খাবারের…