বিয়ে বাড়ি থেকে আর বাড়ি ফেরা হল না মহিলার, কারণ জানলে চোখে জল আসবে
নন্দিগ্রাম: নন্দীগ্রাম থেকে বিয়ে বাড়ি সেড়ে বাড়ি ফেরার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক মহিলার। মৃত মহিলার নাম বাসন্তী মিশ্র। বয়স ৪৪। বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার সবং থানার বলপাই গ্রামে। জানা যায়, মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার সবং থানার বলপাই থেকে নন্দীগ্রামের বিয়ে বাড়ি গিয়েছিলেন। বিয়ে বাড়ি থেকে ফেরার পথে ময়না তমলুক রাজ্য সড়কের নন্দকুমার থানার বাবুলপুর সংলগ্ন এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল বাসন্তী মিশ্র-র। প্রত্যক্ষদর্শীদের কথায়, নিমতৌড়ি দিক থেকে ময়নার দিকে যাওয়া সময় বাবুলপুরের কাছে বাইকের পিছন…