পাকিস্তানেও ঘটা করে পালিত হচ্ছে দুর্গাপুজো, ভিডিয়ো দেখে অবাক নেটিজেনরা বলছেন…
মহালয়া থেকেই দেবীপক্ষের সূচনা হয়েছে। গোটা দেশজুড়েই পালিত হচ্ছে দুর্গাপুজো বা নবরাত্রি। তবে দেশ নয়, এই দুর্গাপুজো বা নবরাত্রি উৎসব উদযাপন হচ্ছে পাকিস্তানেও। কী অবাক হচ্ছেন? তবে এটাই বাস্তব। আর শুধু এবার নয়, প্রতিবছরই হয়। কারণ, সেদেশে এখনও বহু হিন্দু নাগরিক রয়েছেন। মুসলিম অধ্যুষিত দেশ হওয়া সত্ত্বেও করাচির নবরাত্রি উৎসব সেলিব্রেশনের একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিয়োটি আদপে শেয়ার করেছেন পাকিস্তানের প্রভাবশালী সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্ব ধীরজ মান্ধান। তিনি যে নবরাত্রি সেলিব্রেশনের ভিডিয়ো ক্লিপটি শেয়ার করেছেন সেটি আলোয় সজ্জিত…