পাঞ্জাবে ফোনের জন্য মেয়ের হাত ভাঙা: ২ মেয়ে মারামারি করছিল, বাবা তুলে নিয়ে মাটিতে ফেলে দিলেন; তাকে বাঁচাতে আসা স্ত্রীকেও মারধর করা হয়-আবোহার নিউজ
ভুক্তভোগী নারী তার দুই মেয়েকে নিয়ে হাসপাতালে উপস্থিত। পাঞ্জাবে এক বাবা তার মেয়েকে মোবাইল ফোনের দিকে তাকানোর জন্য এতটাই মারধর করলেন যে তার হাত ভেঙে গেল। সে মেয়েটিকে বেশ কয়েকবার তুলে মাটিতে ফেলে দেয়, যার ফলে মেয়েটির মুখে বিভিন্ন স্থানে জখম হয়। এখানেই থেমে থাকেননি, মেয়েকে বাঁচাতে আসা স্ত্রীকেও লাথি মেরেছেন তিনি। এই মারধরে আহত তার মেয়েকে হাসপাতালে নিয়ে যান মা। বিষয়টির খবর পেয়ে পুলিশও তার বয়ান রেকর্ড করতে আসে, কিন্তু ওই নারী তাদের কোনো ব্যবস্থা না নিতে…