World War II Bomb: রেললাইনের মাঝখান থেকে উদ্ধার দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমা! মুহূর্তে প্যারিসে থমকে গেল ট্রেন চলাচল…
এই বোমাটি রেললাইনের মাঝখানে পাওয়া যায়, যা গার দ্য নর স্টেশন থেকে প্রায় ২.৫ কিলোমিটার দূরে সেন্ট-ডেনিস (Saint Denis) অঞ্চলে রেললাইনের রক্ষণাবেক্ষণের কাজ চলাকালীন সন্ধান মেলে বলে জানিয়েছে SNCF রেল সংস্থা। গার দ্য নর ফ্রান্সের ব্যস্ততম ট্রেন স্টেশন। এখানে ইউরোস্টার ট্রেন ছাড়াও আঞ্চলিক ও শহরতলির ট্রেন পরিষেবা চলে। SNCF-এর তথ্য অনুযায়ী, প্রতিদিন এখানে প্রায় ৭ লক্ষ যাত্রী যাতায়াত করেন। ট্রেন চলাচলে ব্যাপক বিঘ্ন SNCF-এর RER B ট্রেন পরিষেবা এক্স (X)-এ জানায়, উদ্ধারকৃত বোমাটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার। ফ্রান্সের পরিবহনমন্ত্রী ফিলিপ…