প্রশান্ত মহাসাগরের নীচে ফুঁসছে আগ্নেয়গিরি, প্রতিদিন ১০০০ বার কাঁপছে মাটি, চলতি বছরই বিপর্যয়?
নয়াদিল্লি: প্রশান্ত মহাসাগরের নীচে ফুঁসছে আগ্নেয়গিরি। যে কোনও মুহূর্তে ঘটতে পারে অগ্ন্যুৎপাত। চলতি বছরই বড় বিপর্যয় নেমে আসতে পারে বলে এবার সতর্ক করলেন বিজ্ঞানীরা। জানালেন, এখনই দিনে ১০০০-এর বেশি বার মাটি কাঁপতে শুরু করেছে। আগ্নেয়গিরিটি ফেটে পড়লে সবকিছু ওলটপালট হয়ে যেতে পারে বলে দাবি তাঁদের। (Pacific Ocean Volcano) প্রশান্ত মহাসাগর উপকূলে অবস্থিত আমেরিকার অরাগন অঙ্গরাজ্যটি। এই অরাগন সংলগ্ন এলাকায়, প্রশান্ত মহাসাগরের নীচে Axial Seamount আগ্নেয়গিরিটি ফুঁসছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। প্রশান্ত মহাসাগরের তলদেশে, প্রায় এক মাইল নীচে অবস্থিত আগ্নেয়গিরিটি। অরাগন…



