ফিফার নিয়ম ভাঙায় শাস্তি পেল তিনটি দেশ, তালিকায় রয়েছে সৌদি আরব
ফিফার কাতার বিশ্বকাপের নিয়ম ভাঙায় জন্য শাস্তি পেয়েছে তিনটি দেশ। সার্বিয়া-ক্রোয়েশিয়া-সৌদি আরবকে জরিমানা করল ফিফা। সার্বিয়া, ক্রোয়েশিয়া ও সৌদি আরব তিনটি দেশ একেবারে তিনটি ভিন্ন কারণে শাস্তির মুখে পড়ল। এর ফলে তাদের বড় অঙ্কের জরিমানা দিতে হবে। ড্রেসিং রুমে কসোভোর পতাকা রেখে ছিল সার্বিয়া। সেই পতাকায় আবার সার্বিয়ান ভাষায় লেখা ছিল, ‘আমরা আত্মসমর্পণ করি না।’ মূলত কোসোভোকে এখনও নিজেদের অংশ বলে মনে করে সার্বিয়া। কসোভোর সংস্কৃতি, যুব ও ক্রীড়ামন্ত্রী হাজরুল্লা চেকু এই ছবি সোশ্যাল মিডিয়াতে আপলোড করলে তা রীতিমতো ভাইরাল হয়ে যায়।…