খাদ্য দফতরের ৪৮০ পদের জন্য আবেদন ১৩ লাখ, কারচুপি রোধে বড় পদক্ষেপ PSC-র
খাদ্য দফতরে ৪৮০টি শূন্যপদে সাব ইন্সপেক্টর নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছিল গত অগস্টে। এই মর্মে গত ২২ অগস্ট জারি করা হয়েছিল বিজ্ঞপ্তি। পাবলিক সার্ভিস কমিশন সূত্রে জানা গিয়েছে, এই ৪৮০টি শূন্যপদের জন্য এখনও পর্যন্ত আবেদন জমা পড়েছে ১৩ লাখেরও বেশি। এই আবহে নিয়োগ প্রক্রিয়ায় যাতে দুর্নীতির কোনও অভিযোগ না ওঠে এবং স্বচ্ছ ভাবে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা সম্ভব হয়, তার জন্য পাবলিক সার্ভিস কমিশন পদক্ষেপ করতে চলেছে। জানা গিয়েছে, গত ২৩ অগস্ট থেকে শুরু হয়েছিল খাদ্য দফতরের এসআই পদে আবেদনের…