এইসব সামান্য জিনিস দিয়েই জন্মাষ্টমীতে সাজিয়ে ফেলুন ঘর, রইল কিছু আইডিয়া
প্রায় প্রত্যেক হিন্দু বাড়িতেই মহাসামারহে প্রতিবছর জন্মাষ্টমী পালন করা হয়। জন্মাষ্টমী হল কৃষ্ণের জন্মদিন। অনেক বাড়িতেই ছোট গোপালের আরাধনা করা হয় তাই গোপালের জন্মদিন উপলক্ষে সুন্দর করে সাজানো হয় বাড়ি। আপনারও যদি এই বছর বাড়ি সাজানোর পরিকল্পনা থাকে কিন্তু ঠিক কীভাবে সাজাবেন সেটা যদি মাথায় না আসে, তাহলে এই প্রতিবেদনে দেওয়া রইল কয়েকটি আইডিয়া। কাগজ: রংবেরঙের কাগজ দিয়ে শুধু সরস্বতী পুজো নয়, গোপালের পুজোর ডেকোরেশনও করা যায়। দোকান থেকে রংবেরঙের কাগজ এনে সুন্দর করে কেটে তা বিভিন্ন ভাবে সাজিয়ে…