স্মার্টফোনেই উঠবে দুর্দান্ত ছবি! পদ্ধতি শেখালেন অভিজ্ঞ ফোটোগ্রাফার
বাঁকুড়া: সকলের হাতেই স্মার্টফোন আর, প্রত্যেকেই ফটোগ্রাফার। এমন ঘটনাই ঘটছে সাম্প্রতিক। প্রযুক্তির দৌড়ে এখন হাতে হাতে স্মার্টফোন। স্মার্টফোনের পিছনেই লাগানো রয়েছে ১০ থেকে ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা। সেই ক্যামেরা ব্যবহার করে প্রতিটি মুহূর্ত বন্দি হয়ে যাচ্ছে এক নিমেষে। তবে আসলেই যারা ছবি তুলে উপার্জন করতে চান কিংবা সত্যিকারের ভাল ছবি তুলতে চান, তাঁদের কী করা উচিত? ফটোগ্রাফাররা ঠিক কোন জিনিসগুলি মাথায় রাখলে তাঁদের তোলা ছবি পৌঁছে যাবে অন্য মাত্রায়। সেইসব উত্তর দিলেন অভিজ্ঞ ফটোগ্রাফার অনুপ গুহ। কম আলো থাকলে কী…