বড়দিন থেকে নববর্ষ খাওয়া দাওয়া জমে যাক কলকাতায়, রইল লাক্সারি মেনুর হদিশ
কলকাতা: বড়দিনের উৎসব শুরু হয়ে গিয়েছে প্রায়। আর কিছু দিনের মধ্যে সারা বিশ্বজুড়ে মেতে উঠবে আট থেকে আশি সকলেই। সঙ্গে আসবে বর্ষ বিদায় আর নববর্ষ বরণের পালা। বড়দিন মানেই আলো দিয়ে সাজানো ক্রিসমাস ট্রি, কেক, কুকিজ, ক্যান্ডেল, সান্তা টুপি পরে আনন্দে মেতে ওঠা। সব মিলিয়ে আনন্দ, খাবার-দাবার সব কিছুর আয়োজন এখনই করে রাখা ভাল। জেনে নেওয়া যাক কলকাতার কিছু বিখ্যাত রেস্তোরাঁর কথা যারা বড়দিন আর নতুন বছরের কথা মাথায় রেখে প্রতি বছরই বিশেষ কিছু আয়োজন করে। তাজ বেঙ্গল: গ্রিল…