BCCI থেকে তাঁর সরে যাওয়া নিয়ে চলছে তরজা, ব্যাঙ্কের ব্র্যান্ড অ্যাম্বাসাডর সৌরভ
কলকাতা: সম্প্রতি বিসিসিআই সভাপতি পদ থেকে সরে দাঁড়াতে হয়েছে বাংলার মহারাজ তথা সৌরভ গঙ্গোপাধ্যায়কে। শোনা যাচ্ছে, এর ফলে আইসিসি-র দরজাও বন্ধ হয়ে গিয়েছে তাঁর জন্য। আর এ-সব নিয়েই এখন সরগরম ক্রীড়া দুনিয়া। এই বিতর্কের মাঝেই আবার সম্প্রতি বন্ধন ব্যাঙ্ক ঘোষণা করল যে, তাদের নয়া ব্র্যান্ড অ্যাম্বাসাডর হচ্ছেন খোদ ‘দাদা’-ই। তাদের ব্যাঙ্কের ব্র্যান্ড মেসেজ, প্রডাক্ট এবং প্রদেয় পরিষেবা সম্পর্কে প্রচার করবেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বন্ধন ব্যাঙ্কের মতে, মহারাজের সঙ্গে যেন কোথাও একটা মিল রয়েছে তাদের। এই প্রসঙ্গ উত্থাপন করে তারা টেনে…