Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
হঠাৎ হুশ করে বেরিয়ে যাচ্ছে Toto…! গায়েব হয়ে যাচ্ছে মিড ডে মিলের থালা, বাসন, সতরঞ্চি…! আঙুল উঠল স্কুলের দিদিমণির দিকে, কী বলছেন শিক্ষিকা?
হঠাৎ হুশ করে বেরিয়ে যাচ্ছে Toto…! গায়েব হয়ে যাচ্ছে মিড ডে মিলের থালা, বাসন, সতরঞ্চি…! আঙুল উঠল স্কুলের দিদিমণির দিকে, কী বলছেন শিক্ষিকা?

  East Bardhaman News: কাটোয়ার গাঙ্গুলিডাঙা শিশু শিক্ষা কেন্দ্রে দিনকে দিন কমে যাচ্ছে পড়ুয়াদের ব্যবহারের থালা-বাসন, বসার সতরঞ্চি, পোস্টার-ব্যানার সহ বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী। স্কুলের দ্রব্য উধাও হওয়ার এই ঘটনা নিয়ে দীর্ঘদিন ধরেই বাড়ছিল সন্দেহ ও ক্ষোভ। অবশেষে বৃহস্পতিবার স্কুল প্রাঙ্গণে জড়ো হয়ে এলাকাবাসীরা প্রকাশ্যে ক্ষোভ উগরে দেন স্কুলেরই কর্মরত দিদিমণি আঞ্জুম নারা বিবির বিরুদ্ধে। কাটোয়ার গাঙ্গুলিডাঙা শিশু শিক্ষা কেন্দ্রে দিনকে দিন কমে যাচ্ছে পড়ুয়াদের ব্যবহারের থালা-বাসন, বসার সতরঞ্চি, পোস্টার-ব্যানার সহ বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী। স্কুলের দ্রব্য উধাও হওয়ার এই ঘটনা…

Read More