একের পর এক ফ্লপ ছবি দিয়ে বলিউডকে বিদায় জানালেন এই চার অভিনেতা, কেউ বিদেশে গিয়ে যোগ শিখিয়েছেন আবার কেউ খুলেছেন ব্যবসা।
বলিউডের ঝলমলে দুনিয়ায় সবাই তারকা হতে আসে, কিন্তু খ্যাতি সবার ভাগ্যে থাকে না। বলিউডে এমন অনেক অভিনেতা ছিলেন, যারা প্রথম ছবি দিয়ে বলিউডে ধুমধাম করে এন্ট্রি করেছিলেন এবং রাতারাতি খ্যাতির উচ্চতাও ছুঁয়েছিলেন, কিন্তু পরবর্তী ছবিতে কোনও বিস্ময় দেখাতে পারেননি। এমন অনেক তারকা শুধু বলিউড নয় দেশ ছেড়ে বিদেশে স্থায়ী হয়েছেন। এই তারকাদের অনেকেই আজ প্রচুর আয় করছেন। আজ আমরা এমনই কিছু তারকার কথা বলছি। যুগল হংসরাজ শিশুশিল্পী হিসেবে খ্যাতি অর্জনের পর জুগল হংসরাজ ২০০০ সালে ‘মোহাব্বতেন’ ছবির মাধ্যমে আত্মপ্রকাশ…