ডলারের দাম বৃদ্ধি, রেলপথে বাংলাদেশ থেকে ভারতে আসার খরচও তাই বাড়ছে
আবীর ঘোষাল, কলকাতা: রেলপথে বাংলাদেশ থেকে ভারতে আসার খরচ বাড়ছে। আগামী ১০ অক্টোবর থেকে বাংলাদেশ রেল ভাড়া বাড়াতে চলেছে। বাংলাদেশ রেলেওয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ডলারের দাম বৃদ্ধি পেয়েছে। তার ফলেই ভারতে যাওয়ার ট্রেনের ভাড়া বাড়তে চলেছে। ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস, খুলনা-কলকাতা বন্ধন এক্সপ্রেস এবং ঢাকা-নিউ জলপাইগুড়ি মিতালী এক্সপ্রেসের ভাড়া বাড়ছে। ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেসের এসি কোচের ভাড়া ছিল ৪ হাজার ৭৯৫ টাকা। সেটা বেড়ে দাঁড়াচ্ছে ৪ হাজার ৯০০ টাকায়। আর এসি চেয়ার কারের ভাড়া ৩ হাজার ৫৩০ টাকা থেকে বেড়ে…