১০ টাকায় ১২ কিমি! মাত্র ৯৫ হাজার বাইক, প্রচুর টাকা বাঁচিয়ে দেবে আপনার
Bajaj Freedom 125-এর স্পোর্টি লুক রয়েছে। তবে এর জনপ্রিয়তার সবচেয়ে বড় কারণ হল মাইলেজ। ১২৫ সিসি সেগমেন্টের সবচেয়ে সস্তা এবং কম খরচের বাইক এটাই। কলকাতা: এখন ইলেকট্রিক বাইকের যুগ। দাম একটু বেশি বটে, কিন্তু পরিবেশবান্ধব। অনেকেই তাই এদিকেই ঝুঁকছেন। এই আবহে বাজারে ঝড় তুলেছে বাজাজের সিএনজি বাইক Freedom 125। লঞ্চের পর থেকেই সুপারহিট। Freedom 125-এর স্পোর্টি লুক রয়েছে। তবে এর জনপ্রিয়তার সবচেয়ে বড় কারণ হল মাইলেজ। ১২৫ সিসি সেগমেন্টের সবচেয়ে সস্তা এবং কম খরচের বাইক এটাই। তাই শুধু শহর…