‘চল ঢুকে মারব!’ কলকাতার ছবি পোস্ট BGMI-র, শহরকে নিয়ে নয়া ম্যাপ? তুঙ্গে জল্পনা
নয়া দিল্লি: শুক্রবারের বেশ কিছু পোস্ট। আর তাতেই তোলপাড় পড়ে গিয়েছে সোশ্যাল মাধ্যমে। অনেকেই বলছেন, বিখ্যাত অনলাইন ব্যাটল ব়য়্যাল গেম বিজিএমআই (পাবজি) এবার ভারতের গুরুত্বপূর্ণ শহরগুলিকে নিয়ে ম্যাপ নিয়ে আসতে চলেছে। প্রসঙ্গত, বিজিএমআই-র ফেসবুক পেজ থেকে বেশ কয়েকটি পোস্ট হয়েছে। তার মধ্যে মুম্বই, হায়দ্রাবাদের পাশাপাশি কলকাতাও দেখা যাচ্ছে। কলকাতার এমন ছবি দেখতে পাওয়ায় স্বাভাবিক ভাবে উচ্ছ্বসিত গেমারদের একটা বড় অংশ। কলকাতা ছবিটিতে সেখানে হলুদ ট্যাক্সির পাশাপাশি বাসও দেখা যাচ্ছে। এই ছবিটি সামনে আসার পরেই জল্পনা শুরু হয়েছে। তবে এই…