Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
বিমানের ইঞ্জিনে ঢুকে গেল খরগোশ, মাঝ আকাশেই দাউদাউ করে আগুন, ভিডিও ভাইরাল
বিমানের ইঞ্জিনে ঢুকে গেল খরগোশ, মাঝ আকাশেই দাউদাউ করে আগুন, ভিডিও ভাইরাল

নয়াদিল্লি: বিমানের ইঞ্জিনে খরগোশের হানা। মাঝ আকাশেই বিপত্তি বাধল। আগুন ধরে গেল উড়ন্ত বিমানের ইঞ্জিনে। বিপদ থেকে বাঁচতে জরুরি অবতরণ করতে হল। অল্পের জন্য প্রাণ নিয়ে ফিরে এলেন বিমানে সওয়ার যাত্রীরা। (US Plane Fire) আমেরিকার United Airlines-এর বিমানে এই ঘটনা ঘটেছে। জানা গিয়েছে, ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আকাশে উড়েছিল UA2325 বিমানটি।  অ্যালবার্টার এটমন্টনের উদ্দেশে রওনা দিয়েছিল। কিন্তু আকাশে ওড়ার কিছু ক্ষণ পরই বিপত্তি দেখা দেয়। (Plane Accidents) Oh. A United Airlines flight had a rabbit in one of the…

Read More