ইরফান নেই, তাঁর ছেড়ে যাওয়া জুতোয় পা গলাচ্ছেন কার্তিক, ১৫০ কোটির ছবির নাম কী?
বিশাল ভরদ্বাজের ছবিতে দেখা যাবে কার্তিক আরিয়ানকে। এখবর অবশ্য বহুদিন ধরেই চর্চায় রয়েছে। ছবিতে প্রযোজক হিসাবে রয়েছেন সাজিদ নাদিয়াদওয়ালা। জানা যাচ্ছে, চলতি (২০২৪) বছরের শেষে শুরু হবে এই ছবির শ্যুটিং। আর এবার প্রাকাশ্যে এসেছে ছবির নাম। এই ছবির নাম রাখা হয়েছে ‘অর্জুন উস্তারা’। বিশাল ভরদ্বাজ পরিচালিত কার্তিক আরিয়ানের এই ছবি বিগ বাজেটের ছবি হতে চলেছে। জানা যাচ্ছে, এই ছবির জন্য বিনিয়োগ করা হবে ১৫০ কোটি টাকা। স্পেন, গ্রীস সহ ইউরোপের বিভিন্ন প্রান্তে এই ছবির শ্যুটিং হওয়ার কথা রয়েছে। খুব…