২৬ টাকায় বিমান সফর! চলছে টিকিট বিক্রি
নয়াদিল্লি: একদিকে আকাশছোঁয়া বিমান জ্বালানির মূল্য। ভারতীয় বাজারে ক্রমশ বাড়ছে বিমানের ভাড়া। সেই সময়েও আপনি মাত্র ২৬ টাকায় পাবেন বিদেশ ভ্রমণের সুযোগ। এই সুযোগ এনে দিচ্ছে ভিয়েতনামের বিমান সংস্থা ভিয়েতজেট (VietJet)। একটি বিশেষ অফার চালু করা হয়েছে সংস্থার তরফে। কত দাম: ভিয়েতজেট এয়ারলাইন্স যে টিকিট বিক্রি করছে তার দাম শুরু হচ্ছে ৭৭০০ ভিয়েতনামি ডং থেকে। এ বার এই পরিমাণ ভিয়েতনামি মুদ্রাকে যদি আমরা ভারতীয় টাকায় রূপান্তরিত করি, তাহলে ভারতীয় মুদ্রায় তা দাঁড়ায় ২৬ টাকার আশেপাশে। কবে বিক্রি: নাম দেওয়া…