Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
কমছে ChatGPT-র জনপ্রিয়তা, লাটে উঠতে পারে OpenAI
কমছে ChatGPT-র জনপ্রিয়তা, লাটে উঠতে পারে OpenAI

আগামী বছরের শেষে দেউলিয়া হতে পারে ওপেন এআই সংস্থা, সম্প্রতি প্রকাশিত রিপোর্টে যে কথাই বলছে অ্যানালাইটিক ইন্ডিয়া ম্যাগাজিন। চ্যাট জিপিটি চালাতে প্রতিদিন কোটি কোটি টাকা খরচ হয়ে যাচ্ছে সংস্থার। অ্যানালাইটিক ইন্ডিয়া ম্যাগাজিনের প্রতিবেদনে বলা হয়েছে, শুধুমাত্র চ্যাটজিপিটি পরিষেবা দিতেই ওপেনএআই সংস্থাটি প্রতিদিন ৭ লাখ ডলার অর্থাৎ এদেশের মূল্যে প্রায় ৮ কোটি টাকা খরচ করছে। সংস্থাটি জিপিটি ৩.৫ এবং জিপিটি ৪ এই দুই সংস্করণকে মনিটাইজ করার প্রচেষ্টা চালালেও সেই ভাবে লাভের মুখ দেখেনি তারা। বরং বিপুল আর্থিক ক্ষতির সম্মুখীন সংস্থাটি।…

Read More