কথা বলেই করা যাবে পেমেন্ট, গুগল পে-তে চালু হবে ভয়েজ ফিচার!
ডিজিটাল পেমেন্টের জগতে একটি বড় পরিবর্তন। ব্যবহারকারীদের জন্য একটি আশ্চর্যজনক ফিচার আনতে চলেছে গুগল পে। শীঘ্রই, গুগল পে-তে ভয়েস ফিচার যুক্ত করা হবে। তারপর থেকে কথা বলে পেমেন্ট করতে পারবেন ব্যবহারকারীরা। প্রযুক্তির সঙ্গে যাঁরা চলতে চান, অথবা যাঁদের জন্য টাইপ করা ততটাও সহজ ব্যাপার নয়, তাঁদের জন্য এই ফিচার হবে দুর্দান্ত। কোম্পানির দাবি, এই ফিচারের মাধ্যমে অনলাইন লেনদেন আগের চেয়ে সহজ হয়ে যাবে। এই নতুন ভয়েজ ফিচার কীভাবে সুবিধাজনক উল্লেখ্য, গুগল পে কেবল তার নতুন ফিচারই আনছে না, ভারত…

