আর কয়েকঘণ্টার অপেক্ষা, চাঁদের কক্ষপথে ঢুকে পড়বে ভারতের চন্দ্রযান, জানাল ISRO
ভারতের মহাকাশ গবেষণাকেন্দ্র ইসরো এবার বড় সাফল্যের পথে। চন্দ্রায়ন-৩ মিশনে এবার বড় আপডেট। সূত্রের খবর, কাল ৫ অগস্ট এটি চাঁদের কক্ষপথে প্রবেশ করতে চলেছে। ইসরো জানিয়েছে, মহাকাশযানটি চাঁদের দুই তৃতীয়াংশ দূরত্বে চলে গিয়েছে। লুনার অরবিট ইঞ্জেকশন হবে ৫ অগস্ট সন্ধ্যা ৭টায়। অর্থাৎ সেই মাহেন্দ্রক্ষণ আসন্ন। চাঁদের কক্ষপথে চলে যাবে ভারতের মহাকাশযান। বিশেষজ্ঞদের মতে এটি অত্য়ন্ত উল্লেখযোগ্য পদক্ষেপ। এই মিশনের বলা ভালো অত্য়ন্ত গুরুত্বপূর্ণ সময় এবার আসন্ন। গোটা বিশ্ব তাকিয়ে রয়েছে ভারতের এই মহাকাশ গবেষণার দিকে। এবার চাঁদের মাটিতে একেবারে…