চতুর্থবারের মতো পরিচালনার দায়িত্ব নিলেন অজয় দেবগন, জেনে নিন কোন ছবির রিমেক, কী গল্প
ভোলাকে পরিচালক হিসেবে বানাতে চলেছেন অজয় দেবগন নতুন দিল্লি : অজয় দেবগন আবারও পরিচালকের দায়িত্ব নিয়েছেন। চতুর্থ ছবি পরিচালনা করতে যাচ্ছেন এই অভিনেতা। এর আগে, অজয় দেবগন রানওয়ে 34 (2022), শিবায় (2016) এবং ইউ মি অর হাম (2008) এর মতো ছবি পরিচালনা করেছেন। শিবায় ছাড়া বাকি দুটি ছবি বক্স অফিসে বড় কোনো অলৌকিক কাজ করতে পারেনি। পরিচালক হিসেবে চতুর্থ ছবির ঘোষণা দিয়েছেন অজয় দেবগন। এই ছবিটি ভোলা, যেটিতে অজয় দেবগনের সাথে প্রধান চরিত্রে দেখা যাবে টাবুকেও। আগামী ২০ আগস্ট…