কানহা শহরে এভাবেই পালিত হয় হোলি, জেনে নিন কেন সারা বিশ্বে বিখ্যাত ব্রজের হোলি
কানহার পবিত্র নগরী ব্রজের হোলিতে অংশ নিতে দেশ-বিদেশের মানুষ এখানে পৌঁছায়। ব্রজে অনেক ধরনের হোলি খেলা হয়। এই ঐতিহ্যগুলি শতাব্দী ধরে অনুসরণ করা হচ্ছে। এই পবিত্র ভূমিতে রাধারাণীর সঙ্গে হোলি খেলেন শ্রীকৃষ্ণ। কানহার ব্রজ নগরীতে পুরোদমে হোলি অনুষ্ঠান চলে আসছে। ব্রিজের বিশ্ব বিখ্যাত হোলিতে দেশ-বিদেশের লাখ লাখ মানুষ অংশ নেয়। ব্রজের হোলি সারা বিশ্বে বিখ্যাত। বরসানার বিখ্যাত লাড্ডু হোলি হয় ২৭ ফেব্রুয়ারি, তার পরের দিন অর্থাৎ ২৮ ফেব্রুয়ারি বরসানায় হোলি খেলা হয়। অন্যদিকে, বরসানার হোলির পর ১ মার্চ নন্দগাঁওয়ে…