এমপি: মহিলাকে সাপে কামড়েছে, হাসপাতালে চিকিৎসার বদলে তান্ত্রিকরা জপতে বসেছে, বিষ ছড়ানোয় মৃত্যু
চমকপ্রদ ঘটনা সামনে এসেছে মধ্যপ্রদেশ থেকে। এখানে সাপে কামড়ে এক মহিলাকে হাসপাতালে নিয়ে গেলেও হাসপাতালে পৌঁছানোর পরও চিকিৎসকের কাছ থেকে চিকিৎসা না পেয়ে স্বজনরা তান্ত্রিকের কাছে বাহবা পেতে থাকেন। কয়েক ঘণ্টা অতিবাহিত করেও যখন তান্ত্রিক মহিলাকে সুস্থ করতে পারেননি, তখন স্বজনরা চিকিৎসককে ডেকে পাঠান। কয়েক ঘণ্টা চিকিৎসা থেকে দূরে থাকার কারণে ওই নারীর শরীরে সাপের বিষ ছড়িয়ে পড়ে সে মারা যায়। নিহত নারীর লাশ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, পুরো বিষয়টি অশোক নগর জেলা…