জুগ জুগ জিয়ো বক্স অফিস কালেকশন ডে 1: কিয়ারা-বরুণের রসায়ন প্রথম দিনেই এত কোটি আয় করেছে, আপনিও বলবেন যে কালেকশন…
কিয়ারা-বরুণের রসায়ন প্রথম দিনেই এত কোটি আয় করেছে নতুন দিল্লি: জুগ জুগ জিও-এর অভিনেতারা গত কয়েক মাস ধরে প্রচণ্ডভাবে প্রচার করছেন। সেই সঙ্গে অবশেষে মুক্তি পেয়েছে ছবিটি। এবার সিনেমাটি এসেছে মশলাদার গল্প নিয়ে। যেখানে বিয়ের পর রোমান্স, ব্যাপারটা পৌঁছে যায় ডিভোর্স পর্যন্ত। চারজন বড় ও অভিজ্ঞ তারকার অসাধারণ অভিনয় দেখা যাবে ছবিটিতে। কিয়ারাকে একটি নতুন অবতারে দেখা যাচ্ছে, অনিল কাপুরকে এবার তার দ্বিতীয় বিয়ের জন্য প্রস্তুত হতে দেখা যাচ্ছে। আপাতত ভক্তরা ছবিটির টক মিষ্টি বিবাদ বেশ পছন্দ…