পেট্রোলের খরচ বাঁচাতে সোলার-ইলেকট্রিক চারচাকা ! অভিনব গাড়ি বানিয়ে চমক বাঁকুড়ার ব্যবসায়ীর
পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া : জ্বালানি জ্বালা ধরায় মাঝেমধ্যেই। গাড়ি চড়তে গিয়ে পেট্রোলের দামে পুড়তে থাকা পকেটের গেরো বদলাতে ভাবছিলেন অন্য কিছু করার কথা। যেমন ভাবনা, তেমন কাজ। নিজের পেট্রোল গাড়িকে বদলে বানিয়ে ফেলেছেন সোলার কার ! সূর্যকিরণে শক্তি পাওয়ার পাশাপাশি ইলেকট্রিক চার্জেও ছুটছে চারচাকা। বাঁকুড়ার (Bankura) ব্যবসায়ী মনোজিত মণ্ডল। নিজের ছোট পেট্রোল গাড়িকে বদলে বানিয়ে ফেলেছেন সোলার-ইলেকট্রিক কার। রোদ-ঝলমলে দিনে গাড়ি ছুটছে সূর্যের কিরণ পেয়েই। আর তেমনটা না হলে ইলেকট্রিক চার্জে মাত্র ৩৬ টাকা খরচ করলেই ১১০ কিলোমিটার ছুটছে…