এক মাস পর মাঠে নেমেই কুলদীপদের অনবদ্য পারফরম্যান্স, কোন পরিকল্পনায় এল সাফল্য? জানালেন মর্কেল
দুবাই: খাতায়-কলমে দুই দলের মধ্যে বিস্তর পার্থক্য ছিল। মাঠেও সেটা স্পষ্ট হয়ে গেল। সংযুক্ত আরব আমিরশাহিকে কার্যত গুঁড়িয়ে দিয়ে এশিয়া কাপের (Asia Cup 2025) অভিযান শুরু করল ভারতীয় দল। ৯৩ বল বাকি থাকতে নয় উইকেট হাতে রেখে ম্যাচ জিতে নিয়েছে ভারতীয় দল (Indian Cricket Team)। ইংল্যান্ড সফর শেষ হওয়ার মাসখানেকের বেশি সময় পরে মাঠে নেমেই এশিয়া কাপে দুরন্ত পারফরম্যান্স। টিম ইন্ডিয়ার পারফরম্যান্স স্বাভাবিকভাবেই দলে সাপোর্ট স্টাফরা উচ্ছ্বসিত। ম্যাচের পর বিসিসিআইয়ের পোস্ট করা একটি ভিডিওতে মর্নি মর্কেলকে (Morne Morkel) বলতে…



