বর্ষায় রান্নাঘরের মসলা খারাপ হয়ে যাচ্ছে? এই ৬টি উপায় হবে সমস্যার সমাধান
একটানা বৃষ্টিতে বাড়িঘর হয়ে যায় স্যাঁতস্যাঁতে। জামা কাপড় শুকাতে চায় না কিছুতেই। তবে সব থেকে বেশি সমস্যা দেখা যায় রান্নাঘরে। অতিরিক্ত বর্ষায় রান্নাঘরের মসলার কৌটো যদি সাবধানে না রাখেন তাহলেই হয়ে যাবে বিপদ। আজ আপনাদের জন্য রইল এমন পাঁচটি টিপস, যা বর্ষাকালেও আপনার রান্না ঘরের মসলাকে রাখবে ভালো। ১) ভুলেও মসলার কৌটোর ঢাকনা আলগা রাখবেন না। চেষ্টা করুন এমন কৌটা ব্যবহার করার, যাতে মসলা স্যাঁতস্যাঁতে হয়ে যাওয়া বা ছাতা পড়ে যাওয়ার সম্ভাবনাই থাকে না। প্রয়োজনে কাঁচের জার বা এয়ার…

