উর্দুতে সাইন বোর্ড লেখায় আপত্তি, মামলা খারিজ করে সুপ্রিম কোর্ট বলল, ‘ভাষা ধর্ম নয়’
নয়াদিল্লি: উর্দুতে সাইবোর্ড লেখা নিয়ে আপত্তি জানানো হয়েছিল। সেই মামলা গিয়ে পৌঁছেছিল দেশের সুপ্রিম কোর্টে। সেই আবেদনের শুনানি চলাকালীন মামলাকারীকে তীব্র ভর্ৎসনা করল শীর্ষ আদালত। কোনও একটি ধর্মের বলে ভাষাকে চিহ্নিত করার যে প্রচেষ্টা, তার তীব্র নিন্দা করলেন বিচারপতিরা। সরকারি সাইনবোর্ডে উর্দু লেখা আপত্তি জানিয়ে দায়ের করা আবেদন খারিজ করা হল। মহারাষ্ট্র থেকে আদালতে আবেদন জানিয়েছিলেন বর্ষাতাই সঞ্জয় বাগড়ে। পুরসভার সাইনবোর্ড মারাঠির সঙ্গে কেন উর্দু লেখা হবে, তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি। পুরসভার সাইনবোর্ডের ভাষা মারাঠি ছাড়া অন্য় কিছু…