গরমের কারণে বাংলার ২ হাজার স্কুলে সময়ের বদল! দুপুর বদলে সময় হল সকাল
সেবক দেবশর্মা মালদহ: মালদহে বদলে যাচ্ছে প্রায় দুই হাজার স্কুলের সময় সারণী। আগামী সোমবার থেকে নতুন সময়সূচী অনুযায়ী চলবে জেলার প্রাথমিক ও দুনিয়ার বেসিক সরকারি স্কুলগুলির পড়াশোনা। বুধবার এই মর্মে নির্দেশিকা জারি করল মালদহ প্রাথমিক বিদ্যালয় সংসদ। গত কয়েকদিন ধরেই মালদহে তাপমাত্রার পারদ ৪০ ছুঁইছুঁই। আগামী কয়েকদিনে তাপমাত্রার পারদ আরও বাড়বে বলে পূর্বাভাস রয়েছে। সঙ্গে গরম হাওয়ার অর্থাৎ ‘লু’-এর সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। এই পরিস্থিতিতে শিশুস্বাস্থ্যের কথা ভেবেই প্রাথমিক স্কুলগুলিতে সময়় সারণীতে গুরুত্বপূর্ণ বদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গরম…