এইজন্যেই ‘মা’! ঘুমন্ত শিশুকে মশারির মধ্যে থেকে নিয়ে যাচ্ছিল, মারলেন লাথি, তারপর
ধুপগুড়ি: গভীর রাতে ঘরের বেড়া ভেঙে শিশুকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা । অপহরণকারী দের সঙ্গে লড়াই করে শিশুকে উদ্ধার করলো মা-বাবা। ঘটনায় আতঙ্ক ছড়ালো এলাকায়। অভিযোগ নিশি রাতে মাটির ঘরের বেড়া ভেঙে আট বছরের শিশুর পা টেনে মশারির ভেতর থেকে বের করে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল দুষ্কৃতী। টের পেয়ে যায় শিশুর মা। টেনে ধরে শিশুর হাত, এরপর সোজা লাথি মারে দুষ্কৃতীকে। জেগে যান বাবা বরুণ সরকারও মশারির ভেতর থেকে দুষ্কৃতির মাথা টেনে ধরে। কিন্তু কোন করমে সেখান থেকে ছুটে…