কবে পালিত হবে পয়গম্বর মহম্মদের জন্মবার্ষিকী? কী বলছে সৌদি আরব
কিছু দিন পরেই পালিত হবে পয়গম্বর মহম্মদের জন্মবার্ষিকী। গোটা বিশ্বের ইসলাম ধর্মাবলম্বী মানুষরা মেতে উঠবেন এই পুণ্য দিনটিকে ঘিরে। পয়গম্বর মহম্মদের জন্মবার্ষিকী উৎসবের নাম মাওলিদ। অনেক স্থানে এটি ‘মিলাদ উন নবী’ বলেও পরিচিত। চলতি বছরে কবে সেই উৎসবের দিনক্ষণ? পৃথিবীর কোন কোন দেশে এই দিন সরকারি ছুটি থাকবে? আসুন দেখে নেওয়া যাক সেই সমস্ত খুঁটিনাটি। ইসলামীয় ক্যালেন্ডার অনুযায়ী, বছরের তৃতীয় মাস হল রবি অল-আওয়াল। শিয়া সম্প্রদায়ের মুসলিমরা মাসের ১২ তম দিনে এই উৎসব পালন করেন। আবার সুন্নি সম্প্রদায়ের মুসলিমরা…