আসামে কোনো কাজী থাকবে না, বিয়ে নিবন্ধন করবে সরকার: মুসলিম বিবাহ ও বিবাহবিচ্ছেদ নিবন্ধন বিল আজ বিধানসভায় পেশ করা হবে; ৯০ বছরের পুরনো আইন পরিবর্তন হবে
মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, মন্ত্রিসভা মুসলিম বিবাহ ও নিবন্ধন বিল অনুমোদন করেছে। আসাম সরকার আজ (22 আগস্ট) বিধানসভায় মুসলিম বিবাহ ও বিবাহবিচ্ছেদ নিবন্ধন বিল 2024 পেশ করবে। এর আওতায় মুসলিম সম্প্রদায়ের লোকদের বিয়ে ও তালাকের জন্য নিবন্ধন করতে হবে। বুধবার আসাম মন্ত্রিসভা বিলটি অনুমোদন করেছে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন- বিলে দুটি বিশেষ বিধান রয়েছে। প্রথম- মুসলিম বিবাহ নিবন্ধন এখন কাজী নয় সরকার করবে। দ্বিতীয়- বাল্যবিবাহের নিবন্ধন অবৈধ বলে বিবেচিত হবে। সিএম হিমন্ত বলেন, এখন পর্যন্ত কাজীরাও নাবালিকাদের…