মূত্র দিয়ে চোখ ধুলেন এই মহিলা, এতেই নাকি উপকার! ভিডিয়ো দেখে ছি ছি করল নেটপাড়া
চোখ ধোয়ার জন্য মূত্রই নাকি সেরা! সম্প্রতি এক লাইফ কোচকে এমন কথাই বলতে শোনা গেল এক ভিডিয়োতে। ভিডিয়োটি সম্প্রতি ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। এনডিটিভির খবর অনুযায়ী, ওই মহিলার দাবি, চোখের স্বাস্থ্য ভালো রাখতে হলে ও চোখ ঠিকমতো পরিস্কার করতে হলে মূত্রই নাকি সেরা তরল। মূত্র দিয়ে চোখ খুব ভালো পরিস্কার করা যায়! পাশাপাশি তিনি দাবি করেছেন, এর একটি পোশাকি নামও রয়েছে। যা হল ‘ইউরিন আই ওয়াশ’। ইউরিন আই ওয়াশ আদতে কী? বর্তমানে ওই পোস্টটি ডিলিট করে দেওয়া হয়েছে। ডিলিট করে…

