এমবিবিএসে ভর্তির নামে কোটি টাকা প্রতারণার চক্র ফাঁস, গ্রেফতার ২ অভিযুক্ত
প্রতীকী ছবি। নয়ডা: নয়ডায়, মেডিক্যাল কলেজে ভর্তির নামে কোটি টাকা প্রতারণাকারী চক্রকে ফাঁস করার সময় পুলিশ স্টেশন 126 দুই ঠগকে গ্রেপ্তার করেছে। ১২৫ নম্বর সেক্টরে ট্রুথ অ্যাডভাইজার্স ক্যারিয়ার কনসালটেন্সি নামে একটি সেন্টার খুলে এমবিবিএসে ভর্তির নামে প্রতারণার একাধিক ঘটনা ঘটিয়েছে এই চক্র। ধৃতদের কাছ থেকে মোবাইল, সিম কার্ড, ডেবিট কার্ড, জাল আধার কার্ড ও আরটিগা গাড়ি উদ্ধার করেছে পুলিশ। এই চক্রের মূল হোতা ও অন্য সদস্যদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। অভিযুক্ত দীপক কুমার ও রাজেশ কুমার আহুজাকে হাজিপুর আন্ডারপাসের…