পাহাড়-ঝর্না আবার জঙ্গলের স্বাদ অল্প মূল্যে একসঙ্গে চান? ঘুরে আসুন রাঁচি
দুর্গাপুজোর সময় এবার আবার কলকাতা থাকতে ইচ্ছে করছে না? কাছে পিঠে কোথাও যাবেন ভাবছেন, তাও অল্প খরচে মধ্যেই? কুছ পরোয়া নেহি! ঝোলা বেঁধে বেরিয়ে পড়ুন, আর পাহাড় ঝর্না জঙ্গলের স্বাদ নিতে ঘুরে আসুন রাঁচি থেকে। কী করবেন, কীভাবে যাবেন, কোথায় থাকবেন বুঝতে পারছেন না? জেনে নিন এখান থেকে। কী কী দেখবেন রাঁচিতে? রাঁচি এখন তাঁর অপার সৌন্দর্যের ডালি নিয়ে বসে। চারিদিকে খালি সবুজ। ঝর্না ভর্তি জল। তাই ৩ রাত ৪ দিনে ট্রিপে এই জায়গাটা ঘোরার প্ল্যান কিন্তু মোটেই মন্দ…