হস্টেলের দাবিতে আন্দোলন, রাতভর বিক্ষোভে প্রেসিডেন্সির পড়ুয়ারা
কলকাতা: হস্টেলের দাবিতে আন্দোলনে প্রেসিডেন্সির (Presidency University Update) পড়ুয়ারা। হস্টেলের বন্ধ অংশ খোলার পাশাপাশি মেস চালুর দাবিতে রাতভর বিক্ষোভ। গতকাল ডিনের সঙ্গে বৈঠক ব্যর্থ হওয়ার পর রাতভর ঘেরা করা হয়। রাতভর বিক্ষোভে পড়ুয়ারা: প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের হস্টেল নিয়ে চূড়ান্ত অব্যবস্থার অভিযোগ পড়ুয়াদের। রাতভর কার্যত ঘেরাও করে রাখা হল ডিন অফ স্টুডেন্টস ও বিশ্ববিদ্যালয়ের ডেভলপমেন্ট অফিসারকে। কোভিডের পর থেকে বন্ধ হয়ে যাওয়া মেস ব্যবস্থা চালুর দাবিতে ফের আন্দোলনে নামল পড়ুয়ারা। দীর্ঘদিন ধরে বন্ধ অবস্থায় পড়ে রয়েছে হিন্দু হস্টেলের একাংশ। বেহাল অবস্থায়…